হাওজা নিউজ এজেন্সি: গতকাল সোমবার খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ও জামিয়্যাতে মুহিব্বীনে আহলুল বাইত (আ.)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে শিয়া ও সুন্নি মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চোখে পড়ার মতো ছিল নারীসমাজের অংশগ্রহণ, যা মুসলিম সমাজে ঐক্য, সচেতনতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
প্রধান বক্তা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী বলেন, “ইরান আজ এক নির্মম হামলার শিকার, কিন্তু লক্ষ্য শুধু ইরান নয়—টার্গেট গোটা মুসলিম উম্মাহ। এ মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে।”
জমিয়্যাতে মুহিব্বীনে আহলুল বাইত বাংলাদেশের রাহবার মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ বলেন, “আমাদের এই প্রতিবাদ কেবল একটি রাষ্ট্রের পক্ষে নয়; এটি গোটা মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ইরানের প্রতিরোধ আজ আমাদের অনুপ্রেরণা, আর ঐক্যই আমাদের মূল শক্তি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন, গবেষণা বিভাগের প্রধান ড. এম. এ. কাইউম, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানির সাধারণ সম্পাদক মো. ইকবাল প্রমুখ। এছাড়া জাফারিয়া রিডারস সোসাইটির সদস্যরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের উচিত বিভক্তি নয়, বরং ঐক্যকে শক্তি হিসেবে গড়ে তোলা। কর্মসূচিতে উপস্থিত প্রতিবাদকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মুসলিম জাতির সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।
আপনার কমেন্ট